মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

নিদ্রাহীন এক অপরাধী চোখে

নিদ্রাহীন এক অপরাধী চোখে



আমি এখনো ঠিক সেই জায়গাতেই আছি
বিশ্বাস যদি না করো তো একবার এসে
নিজ চোখেই দেখ না,
ঠিক সেখানেই আটকে আছি তুমি হাত ছেড়ে দিয়েছিলে যতখানি এসে,
তারপরও আগের মতই 
বলতে পারো আগের চেয়েও বেশীই ভালবাসি তোমাকে।

মাঝে মাঝে পুরনো এ্যালবাম খুঁজি
খুঁজে পেলে দু’জনের আগের ছবিগুলো দেখি আর ভাবি,
পাশের মানুষটার কাছেই তো ডিপোজিট করেছিলাম আমার যত ভালবাসা।
এখন প্রায় রাতেই নিদ্রাহীন জেগে বসে থাকি 
যখন মনে পড়ে সুখের স্বপ্নগুলো তো হারিয়েই গেছে,  
তখন নিজেকেই নিজে প্রশ্ন করি-
কোন এই যন্ত্রণার হাজার রাত কিনেছিলাম
ভাললাগার আনন্দ আর স্বস্তিটাকে বিকিয়ে দিয়ে?

লক্ষবার চেষ্টা করেও চোখের পানি  
যখন আর আটকাতে পারি না, 
তখন ভীষন অপরাধী ভাবি নিজেকেই নিজে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

What you say What you do, Think twice before...

- দোস্ত ! দেখ মালডা চরম না ?? - কোনটা ? ও...এইডা ! এইডার কথা কইতে পারিনা, তয় তোগোর বাড়িতে একটা চরম মাল  আছে ! - আমাগোর বাড়িতে ! ক...